BCS viva experience
Rasel Alam
BUET
Board: Dr. Sharif Enamul Kabir
Serial: 4th
Time: 15-20 minutes
চেয়ারম্যান: তুমি কোথায় পড়াশোনা করছো? ফার্স্ট চয়েস কি? Admin এর full form কি? সবসময় ফুল ফর্ম বলবা।
You have passed from BUET. Then why are you not doing any job?
What is administration?
How will you relate your subject with administration?
Are not these possible from engineering positions?
How many types of magistrates are there in a district level?
What are the differencess between them?
এক্স-১: Suppose, you have been selected as an admin cadre and posted as an UNO at Hatiyabandha. হাতিয়াবান্ধা একটি খরাপ্রবণ এলাকা। ঐখানে গভীর নলকূপ দিয়ে পানি উঠে না, তাই সেচ দেয়াও সম্ভব হয় না। কৃষকেরা তোমার কাছে আসলো একটা সুরাহার জন্যে। তখন তুমি কীভাবে এই সমস্যার সমাধান করবা?
মাননীয় প্রধানমন্ত্রী ভিশন ২০২১ এ বাংলাদেশকে একটি মধ্যমা আয়ের দেশে পরিণত করার সংকল্প ব্যক্ত করেছেন। এখন তুমি একটি সভায় এ নিয়ে একটি বক্তৃতা দিবা, জনগণকে বুঝানোর জন্যে। তুমি কীভাবে এই লক্ষ্য অর্জনে কাজ করবা এইটা জনগণকে বুঝাও। মনে কর, আমরা সেই সভার অডিয়েন্স এবং আমরা এই ব্যাপারে কিছু জানি না।
এক্স-২: তোমার জাতীয়তা কী আর নাগরিকত্ব কী? জাতি আর জাতীয়তার মধ্যে পার্থক্য কী? সংবিধানে তো লিখা আছে আমরা জাতি হিসেবে বাঙালি, তাহলে জাতীয়তা কীভাবে বাংলাদেশি? মুক্তিযুদ্ধ হইছিল কিসের ভিত্তিতে – জাতি নাকি জাতীয়তা? উপজাতিরা যদি বাঙালি না হয় তাহলে সংবিধানে কী ভুল আছে?
একজন ব্যক্তির কয়টা জাতীয়তা আর কয়টা নাগরিকত্ব থাকতে পারে?
এক্স-১: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রথম রাষ্ট্রপতি এটা তুমি কোথায় পাইছো? বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মো: আব্দুল হামিদ খান নাকি মো: আব্দুল হামিদ?
ঠিক আছে তুমি যেতে পারো। সার্টিফিকেটগুলো সব ঠিকমতো চেক করে নিয়ে যাও।
খুব নার্ভাস হয়ে গেছিলাম। প্রায় সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি, কিন্তু ওনাদেরকে সুতৃপ্ত করতে পারি নাই বলেই মনে হয়। এক্স-২ ম্যাডাম বলেই ফেললেন এখনো তোমার কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর পাই নাই। এমনিতে বোর্ড খুব বন্ধুসুলভ ছিলো। দেখা যাক, আল্লাহ আমার জন্যে কি রেখেছেন। সবাই দোয়া করবেন।
Rasel Alam
BUET
Board: Dr. Sharif Enamul Kabir
Serial: 4th
Time: 15-20 minutes
চেয়ারম্যান: তুমি কোথায় পড়াশোনা করছো? ফার্স্ট চয়েস কি? Admin এর full form কি? সবসময় ফুল ফর্ম বলবা।
You have passed from BUET. Then why are you not doing any job?
What is administration?
How will you relate your subject with administration?
Are not these possible from engineering positions?
How many types of magistrates are there in a district level?
What are the differencess between them?
এক্স-১: Suppose, you have been selected as an admin cadre and posted as an UNO at Hatiyabandha. হাতিয়াবান্ধা একটি খরাপ্রবণ এলাকা। ঐখানে গভীর নলকূপ দিয়ে পানি উঠে না, তাই সেচ দেয়াও সম্ভব হয় না। কৃষকেরা তোমার কাছে আসলো একটা সুরাহার জন্যে। তখন তুমি কীভাবে এই সমস্যার সমাধান করবা?
মাননীয় প্রধানমন্ত্রী ভিশন ২০২১ এ বাংলাদেশকে একটি মধ্যমা আয়ের দেশে পরিণত করার সংকল্প ব্যক্ত করেছেন। এখন তুমি একটি সভায় এ নিয়ে একটি বক্তৃতা দিবা, জনগণকে বুঝানোর জন্যে। তুমি কীভাবে এই লক্ষ্য অর্জনে কাজ করবা এইটা জনগণকে বুঝাও। মনে কর, আমরা সেই সভার অডিয়েন্স এবং আমরা এই ব্যাপারে কিছু জানি না।
এক্স-২: তোমার জাতীয়তা কী আর নাগরিকত্ব কী? জাতি আর জাতীয়তার মধ্যে পার্থক্য কী? সংবিধানে তো লিখা আছে আমরা জাতি হিসেবে বাঙালি, তাহলে জাতীয়তা কীভাবে বাংলাদেশি? মুক্তিযুদ্ধ হইছিল কিসের ভিত্তিতে – জাতি নাকি জাতীয়তা? উপজাতিরা যদি বাঙালি না হয় তাহলে সংবিধানে কী ভুল আছে?
একজন ব্যক্তির কয়টা জাতীয়তা আর কয়টা নাগরিকত্ব থাকতে পারে?
এক্স-১: বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রথম রাষ্ট্রপতি এটা তুমি কোথায় পাইছো? বর্তমান রাষ্ট্রপতির নাম কি? মো: আব্দুল হামিদ খান নাকি মো: আব্দুল হামিদ?
ঠিক আছে তুমি যেতে পারো। সার্টিফিকেটগুলো সব ঠিকমতো চেক করে নিয়ে যাও।
খুব নার্ভাস হয়ে গেছিলাম। প্রায় সব প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করছি, কিন্তু ওনাদেরকে সুতৃপ্ত করতে পারি নাই বলেই মনে হয়। এক্স-২ ম্যাডাম বলেই ফেললেন এখনো তোমার কাছ থেকে সন্তোষজনক কোন উত্তর পাই নাই। এমনিতে বোর্ড খুব বন্ধুসুলভ ছিলো। দেখা যাক, আল্লাহ আমার জন্যে কি রেখেছেন। সবাই দোয়া করবেন।
courtesy: zakir’s bcs special
0 comments: