Tuesday, March 15, 2016

BCS viva experience of Mahsin Alam

BCS viva experience:
.
Mahsin Alam
University of Rajshahi
Kamal Uddin sir, 13/03/2016
Subject: Marketing , Rajshahi University
First choice: Admin
time: ১০-১২ মিনিট, ১৯ জনের ভিতর ১০ম
Board Chairman: Tell about your family & educational background
Board Chairman: your 1st choice is admin, relate your subject with admin
Board Chairman: একজন পৃথিবী বিখ্যাত মার্কেটারের নাম বলো
-স্যার ফিলিপ কটলার!
Board Chairman: হয়নি, চেস্টা করো! আরো অনেক আগে শুরু করেছিলেন, সর্বজনবিদিত
সরি স্যার
Board Chairman: মহানবী কি করেছিলেন?
Board Chairman: মার্কেটিং এবং সেলিং এর পার্থক্য বলো
Board Chairman: KPI কি? এইটি মার্কেটিং এর টার্ম ( জীবনেও মনে হয় শুনি নাই!)
সরি স্যার।
External mam: তোমার হবি তো উপন্যাস পড়া। বাংলাদেশের কয়েকজন সাহিত্যিক এর নাম বলো।
রবীন্দ্রনাথ, শরচ্চন্দ্র
External mam: রবীন্দ্রনাথ এর কি উপন্যাস পড়েছ?
চোখের বালি
External mam: চোখের বালিতে কি ভালো লেগেছে?
………………………
External mam: ছিনেমা দ্যাখো?
জি ম্যাম।
External mam: শেষ কোন ছিনেমা দেখেছ?
অনেকদিন আগে দেখেছি। মনে করতে পারছি না ম্যাম।
External mam: হুমায়ুন আহমেদের কোন বই পড়োনি? পড়েছি
External mam: কি পড়েছ?
হিমু সমগ্র
External mam: হিমুর চরিত্রটি কেমন?
External mam: এই চরিত্র দ্বারা হুমায়ুন আহমেদ কি বোঝাতে চেয়েছেন?
External 2: মার্কেটিং এর তো তেমন জানিনা বেসিক ছাড়া। কোথা থেকে ধরি বলোতো!
External 2: এ বছর কতজন CIP হয়েছেন?
পারি নাই
External 2: এলিট কারেন্সি কয়টি? কিকি?
External 2: কারেন্ট ফরেন রিজার্ভ কত?
External 2: কারেন্ট রেমিট্যান্স কতো?
External 2: ২০১৪-১৫ তে কতো ছিলো?
পারি নাই
External 2: ব্রিটেন কার্গো বিমান বন্ধ করে দিয়েছে। এতে কোন কোন খাতে প্রভাব পড়বে?
আরো ৮ / ১০ টি প্রশ্ন ছিলো। পারি নাই, মনেও নাই। তেমন ভালো হয়নি। সবাই দোয়া করবেন যেন পাশ করি.
Courtesy: zakir’s bcs special

0 comments: