Wednesday, April 20, 2016

এসএসসির ফল প্রকাশ ১০ বা ১১ মে


২০১৬ সালের এসএসসি পরীক্ষার ফল আগামী মে মাসের ১০ বা ১১ তারিখে প্রকাশ করা হতে পারে। এ লক্ষ্যে ওই দুইদিনের মধ্যে যেকোনো একদিনের সময় চেয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠানো হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ডের সূত্র থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব বলেন, আগামী মাসের ১০ বা ১১ তরিখে এসএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে।

এর আগে ঢাকা শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী দৈনিক শিক্ষা ডটকমকে মঙ্গলবার বলেছিলেন মে মাসের ৬ বা ৭ তারিখ প্রকাশ হতে পারে।

গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১০টি শিক্ষাবোর্ডের অধীনে ১৬ লাখ সাড়ে ৪৪ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

0 comments: