Tuesday, April 19, 2016

চলতি মাসের কিছু সাধারণ জ্ঞান, যেগুলোর বাংলাদেশ ব্যাংক পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল



Recent important information for BB examination
বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরীক্ষা প্রস্তুতি
সাম্প্রতিক তথ্য
.
এপ্রিল মাসের কিছু দিবস
.
বিশ্ব স্বাস্থ্য দিবস- ০৭ এপ্রিল
মুজিব নগর সরকার গঠন > ১০ এপ্রিল
বিশ্ব হিমোফেলিয়া দিবস ও মুজিব নগর সরকারের শপথ।- ১৭ এপ্রিল
বিশ্ব যুবসেবা দিবস- ২১ এপ্রিল
বিশ্ব ধরিত্রী দিবস- ২২ এপ্রিল
বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
বিশ্ব শিশু দিবস- ২৭ এপ্রিল
Surrender at Dhaka : Birth of Nation বইটির রচয়িতা কে?
=জ্যাকব ফার্জ রাফায়েল জ্যাকব
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বইটির রচয়িতা কে?(ইতিহাস গ্রন্থ)
= লে. কর্নেল আবু ওসমান চৌধুরী
জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায় ?
= এডিস মশা


জনকের মুখ গ্রন্থটির সংকলক কে?
= আখতার হুসেন
প্রথম বাংলাদেশি হিসেবে কে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট লাভ করে?
= সাকিব আল হাসান
২০১৬সালের উইজডেন ইন্ডিয়ার অন্যতম বর্ষসেরা কোন ক্রিকেটার হোন কোন বাংলাদেশি?
মাশরাফি বিন মোর্তুজা
ইসলামিক স্টেটের রাজধানী
– রাকা , সিরিয়া
পালমিরা কোথায়
= সিরিয়া


.
উত্পাদনে বাংলাদেশ
খাদ্যশষ্য >>> ১০তম
আলু >>>>>>৭ম
চাল >>>>>>৪র্থ
সবজি >>>>>৩য়।
কমনওয়েলথ যুব পুরস্কার ২০১৬ লাভকারী বাংলাদেশি
=সওগাত নাজবিন খান
৮৮তম অস্কার ২০১৬ সেরা চলচ্চিত্র
– স্পটলাইট
SARTTAC stands for
= South Asia Regional Training & Technical Assistance Center.





আরো কিছু তথ্যঃ

সাম্প্রতিক তথ্য
১।বর্তমানে বাংলাদেশে থানার সংখ্যা >> ৬৩৯টি ।সর্বশেষ > নরসিংদীর > মাধবদী ; পটুয়াখালীর> মাবদী
২।পৌরসভার সংখ্যা >> ৩২৬টি। সর্বশেষ >> ফরিদপুরের > আলফাডাঙ্গা
৩। উপজেলা >>> ৪৯০টি । সর্বশেষ >> রংপুরের ভেন্ডাবাড়ি
৪। সম্প্রতি কোন দেশে বঙ্গবন্ধু চেয়ার প্রফেসরসিপ চালুর উদ্যোগ নেওয়া হয়
থাইল্যান্ডে
৫। 1SDR =112.51TK
6. বিশ্বব্যাংকে বাংলাদেশের ভোটের হার
=০ .৫৫%
৭।বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে বাংলাদেশের নেয় ঋণের সুদের হার বা সার্ভিস চার্জ কত?
-০.৭৫% । যা পরিশোধ করা হয় ৪০বছরে।





৮।টেকসই উন্নয়ন লক্ষ্য এর মেয়াদ কত সালে শেষ হবে ?
– ৩১ডিসে: ২০৩০ ।
৯। টেকসই উন্নয়ন লক্ষমাত্রা কতটি?
– ১৭টি
১০। বাংলাদেশের সরকারি মুদ্রা কতটি?
– ৩টি। ১,২,৫টাকা
১১। বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি?
– ৬টি
১২। বাংক -বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি?
– ৩৩টি।
১৩।সর্বশেষ বাংলাদেশ উন্নয়ন ফোরামের সম্মেলন হয় কবে?
– ১৫.১৬ নভে: ২০১৫
১৪।ছিটমহল বিনিময় কার্যকর হয়
= ১ আগস্ট,২০১৫
১৫। বাংলাদেশ ভারত অমীমাংসিত সীমানা কত?
– ২কি.মি
১৬।বাংলাদেশ ভারত অমীমাংসিত এলাকা কোথায়?
– মহুরীর চর
১৭। বাংলাদেশের সংবিধানে কততম সংশোধনীর মাধ্যমে স্থল সীমান্তচুক্তি পাস হয়?
– ৩য়।
১৮।বাংলাদেশ ভারতে কি পরিমাণ ব্যান্ডউইথ রপ্তানি করছে?
= ১০জিবিপিএস ।


১৯। বৈসাবি কি?
= ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নববর্ষ উত্সব (বৈসু > ত্রিপুরাদের , সাংগ্রাইন> মারদের , বিজু >> চাকমাদের )
২০। মুজিবনগর সরকার কবে গঠন ও শপথ গ্রহণ করে ?
– ১০ ও ১৭ এপ্রিল ১৯৭১ ।

courtesy: zakir’s bcs special

0 comments: