এবার জিপি সিমের ইন্টারনেট এর মেয়াদ ৩০দিন বাড়িয়ে নিন
আশা করি সবাই ভালোই আছেন।
আজ দেখাবে কিভাবে জিপি সিমের মেয়াদ ৩০দিন বাড়িয়ে নিবেন।
ধাপে ধাপে কাজ করতে হবে।
বিঃদ্র: একটা Step এর কাজ শেষ হলে সেটার Confirmation SMS না আসা পর্যন্ত পরের Step এ যাবেন না।
Step-1 : প্রথমে Message এ গিয়ে লিখুন Stop এবং সেটা Send করুন 5000 এ।
Step-2 : এবার সাধারণ ভাবে Dial করুন *5000*55# এতে Easy net package চালু হবে।কোন টাকা কাটবে না। (Confirmation sms আসলে পরের ধাপে যাবেন) ।
Step-3: এবার একটা ছোট Social Package কিনতে হবে এর জন্য Dial করুন *5000*8*1*1*2# এর জন্য ১.১৮ পয়সা কাটবে।
এটা Confirm হলে *566*10# dial করে দেখুন মেয়াদ বেড়ে গেছে।
ধন্যবাদ আমাদের সাথেই থাকুন
0 comments: