-শফিক মোরশেদ
• Parents বলতে পিতা-মাতা দুজনকেই বুঝায়। কিন্তু parent বলতে পিতা-মাতার যেকোন একজনকে বুঝায়।
• যে শিশু জন্মায়নি , তাকে unborn child বলে। যে শিশু মৃত জন্মেছে তাকে stillborn child বলে। তবে, বিবাহবহির্ভুত সন্তানকে love child বলে।
• ঘর থেকে চুরি করলে সেই চোরকে বলে burglar. কিন্তু দোকান থেকে চুরি করলে তাকে বলে shoplifter.. এবং ব্যাংক থেকে যারা চুরি করে তাদেরকে বলে robbers…….
• বজ্র-বিদ্যুৎ সহযোগে ঝড় হলে তাকে electrical storm বলে। কিন্তু চিন্তার ঝড় বুঝাতে brainstorm ব্যবহৃত হয়। তবে, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা বুঝাতে barnstorm বসে।
• নিজর ভাইকে হত্যা করলে fratricide, পিতাকে হত্যা করা patricide(পিতৃহত্যা), মাতাকে হত্যা করলে matricide (মাতৃহত্যা), পুরো জাতিকে হত্যা করলে genocide, মানব হত্যা homicide, তবে পরিবেশের ব্যাপক ক্ষতি করা হলে তাকে ecocide বলে।
• যে শিশু জন্মায়নি , তাকে unborn child বলে। যে শিশু মৃত জন্মেছে তাকে stillborn child বলে। তবে, বিবাহবহির্ভুত সন্তানকে love child বলে।
• ঘর থেকে চুরি করলে সেই চোরকে বলে burglar. কিন্তু দোকান থেকে চুরি করলে তাকে বলে shoplifter.. এবং ব্যাংক থেকে যারা চুরি করে তাদেরকে বলে robbers…….
• বজ্র-বিদ্যুৎ সহযোগে ঝড় হলে তাকে electrical storm বলে। কিন্তু চিন্তার ঝড় বুঝাতে brainstorm ব্যবহৃত হয়। তবে, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করা বুঝাতে barnstorm বসে।
• নিজর ভাইকে হত্যা করলে fratricide, পিতাকে হত্যা করা patricide(পিতৃহত্যা), মাতাকে হত্যা করলে matricide (মাতৃহত্যা), পুরো জাতিকে হত্যা করলে genocide, মানব হত্যা homicide, তবে পরিবেশের ব্যাপক ক্ষতি করা হলে তাকে ecocide বলে।
0 comments: