Thursday, April 21, 2016

আগামীকালের বাংলাদেশ ব্যাংক পরীক্ষার শেষ মুহূর্তের এক্সক্লুসিভ সাজেশন (Don't Miss)



Model questions for BB examination

পরীক্ষা উপযোগী এক্সক্লুসিভ প্রশ্নঃ ১ম পর্ব
(প্রশ্ন যখন কঠিন হয়)
:
বিশ্লেষণ ও প্রণয়নেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
_
৩৫ তম বিসিএস প্রশ্ন দেখে অবাক হননি এমন একজন ও নাই। বিসিএস এবং নিয়োগ পরীক্ষার ইতিহাসে এটিই সবচেয়ে আনকমন,এক্সক্লুসিভ এবং কঠিনতর প্রশ্ন। সহজ হলে সবাই পারে,কিন্তু যদি কিছু এক্সক্লুসিভ তথ্য নিয়ে প্রশ্ন আসে তখনই মাথায় হাত দিতে হয়,কারণ এক্সক্লুসিভ প্রশ্ন মানেই প্রচলিত গাইড বইয়ে না থাকা তথ্য। আসুন আজ সে রকম কিছু তথ্য জেনে নিই।


:
>> বিগত নিয়োগ পরীক্ষার একটা প্রশ্ন পড়ে আপনারা জেনেছেন- ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের দেওয়া নাইটহুড বা স্যার উপাধি বর্জন করেন “জালিওয়ানওয়ালা বাগ হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে।
♦এক্সক্লুসিভ তথ্যঃ (যা প্রচলিত বইতে নাই)
> কার নির্দেশে এই জালিওয়ানওয়ালা বাগ হত্যাকান্ড হয়?
– ব্রিটিশ জেনারেল ডায়ারের নির্দেশে ১৯১৯ সালের ১৩ এপ্রিল।
> জালিওয়ানওয়ালাবাগে কাদের হত্যা করা হয়?
– প্রতিবাদী রাওলাট আইন বিরোধী ৪০০ জনকে।


:
♦এক্সক্লুসিভ তথ্যঃ (যা প্রচলিত বইতে নাই)
বিগত বছরের একটি প্রশ্ন এসেছিল “সেপ্টেম্বর অন যশোর রোড ” কবিতাটি কে লিখেছেন? যার উত্তর এলেন গিনেসবার্গ। এখন এক্সক্লুসিভ প্রশ্নঃ
> “সেপ্টেম্বর অন যশোর রোড ” কবিতাটি কত লাইনের?
-১৫১
> কবিতাটি কখন রচিত হয়?
– ১৯৭১ সালের ১৪-১৬ নভেম্বর।
> কবিতাটির প্রথম ৪ লাইনে কাদের কথা বলা হয়েছিল?
– শিশু, মা ও ভাই
> এর প্রথম চার চরনে কি বলা আছে?
-Millions babies in pain,

Millions of mother in rain.
Millions of brother in woe,
Millions of children honhere to go
:
♦এক্সক্লুসিভ তথ্যঃ বিগত বছরের একটি নিয়োগ পরীক্ষায় এসেছিল কবে আমগাছকে জাতীয় বৃক্ষ করা হয়? যার উত্তর ২০১০ সালের ১৪ ডিসেম্বর। এর আলোকে এক্সক্লুসিভ প্রশ্নঃ
> শাপলাকে কবে কোথায় জাতীয় ফুল করার সিদ্ধান্ত গৃহীত হয়?
– ১২ মার্চ ১৯৭১; ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের এক সভায়।


:
♦বিবিধ এক্সক্লুসিভঃ
> মাস্টার দ্যা সূর্যসেন কোন প্রতিষ্ঠানের মাস্টার ছিলেন?
– ন্যাশনাল ইন্সটিটিউট এর।
> ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম শহীদ কে?
– ক্ষুধিরাম।
> ক্ষুধিরামকে কেন ফাঁসি দেয়া হয়?
-ব্রিটিশদের গাড়িতে হামলার জন্য।
> বিপ্লবী ক্ষুধিরাম কাকে হত্যা করতে চেয়েছিলেন?
– কিংসফোর্ডকে।
> ক্ষুধিরামের প্রকৃত নাম কি?
– ক্ষুধিরাম বসু।
:
বিঃ দ্রঃ এরপর আসবে ২য় ও পূর্নাঙ্গ পর্ব। এ বিষয়ে কাজ চলছে।

‪#‎Compiled_by :
SATYAJIT CHAKRABORTY
Ex-president,
Social Law Awareness Association.

courtesy: zakir’s bcs special

0 comments: