-
by dr. aryan ahmed
assistant commissioner of taxes
33rd BCS taxation
MBBS (DHAKA MEDICAL COLLEGE)
by dr. aryan ahmed
assistant commissioner of taxes
33rd BCS taxation
MBBS (DHAKA MEDICAL COLLEGE)
#বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রিলি পরীক্ষাতে অনেক ভাল নাম্বার পাওয়া সম্ভব যদি আপনার মোটামুটি ভালমত স্টাডি করা থাকে , আপনি বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শুরুতে যেকোনো MCQ গাইড যেমন mp3 বা ওরাকল বা প্রফেসর’স বা যেকোনো প্রিলির ডাইজেস্ট থেকে একবার রিডিং দিয়ে নিন । কতটুকু মনে থাকবে নাকি থাকবে না সেটা ভুলে যান। এছাড়া প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত MCQ গুলোও দেখুন । প্রিলির সময়ই একটু details দেখে রাখুন যেন লিখিত পরীক্ষার সময় সেই জ্ঞানটা কাজে আসে । এরপর আপনি আপনার সায়েন্স background এর যেকোনো বন্ধুর সাথে HSC এর পদার্থ রসায়ন আর জীব বিজ্ঞান বই এর পড়ার মত বিষয়গুলো আলোচনা করতে পারেন । যেমন পদার্থ থেকে বিভিন্ন একক, আবিষ্কারকের নাম, রশ্মির বৈশিষ্ট্য , পরিবাহী ,অপরিবাহী ,অর্ধপরিবাহী, চুম্বক পদার্থ , অচউম্বক পদার্থ, বিখ্যাত সমীকরণ, সূত্র ইত্যাদি রসায়ন থেকে ধাতুর সঙ্কর, ধাতুর আকরিক, বিভিন্ন নামকরা উতপাদন পদ্ধতি , তড়িৎ বিশ্লেষণ এর উদাহরণ, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার, আবিষ্কারক ইত্যাদি , জীব বিজ্ঞান থেকেও আবিষ্কারক, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর রোগ ও তার কারন , পরিবেশ দূষণের কারণ , বিভিন্ন বিষাক্ত পদার্থের মাত্রা, মানবদেহ নিয়ে basic গুলো যেমন বড় গ্রন্থি, হাড়, পেশী, করোটিক স্নায়ু ইত্যাদি, প্রযুক্তির জন্য নবম-দশম শ্রেণীর বই থেকে একটু দেখতে পারেন । প্রিলির জন্য মূলত ছোট informative অংশ দেখবেন । বিজ্ঞান ও প্রযুক্তিকে হাল্কাভাবে নেবেন না, এই অংশতে অনেক ভাল mark পাওয়া সম্ভব । মোটামুটি প্রস্তুতি নেয়া হলে ২-৩ জন সায়েন্স background এর পড়ুয়া বন্ধুদের সাথে আলোচনা করতে পারেন । আবার অনেক সায়েন্স background এর অনেকেই বিজ্ঞান ও প্রযুক্তিকে হাল্কাভাবে নিয়ে পরীক্ষায় খারাপ করে বসেন,অনেক সময় যদি মনে হয় আরে এসব তো পারবোই , সেই মনে হওয়াটা কে পাত্তা না দিয়ে ভালমত দেখে যাবেন, নাহলে পরীক্ষার হলে দেখবেন অনেক প্রশ্নে confusion হবে । স্টাডি চালিয়ে যান । নিজের অপর অবশই confidence রাখুন ।
আরেকটি বিশেষ কথা খেয়াল রাখবেন যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে সহজ বিষয়গুলোর দিকে বেশি নজর রাখবেন, বেশি uncommon বিষয়গুলো স্টাডি করতে গিয়ে common বিষয়গুলোতে খারাপ করার সম্ভাবনা বাড়ে । এটা যদি নাহয় তাহলে বলুন তো কেন একজন পরীক্ষার্থী খুব শক্তিশালী প্রস্তুতি নেয়ার পরও পরীক্ষায় সহজ প্রশ্নগুলো উত্তর করতে পারেনা ??? সহজ বিষয়গুলো আর সহজ প্রশ্নগুলো যেন সহজে উত্তর করে আসতে পারেন সেদিকে খেয়াল রাখুন । একটা দুইটা uncommon প্রশ্ন না পারলে কিচ্ছু হবেনা, বাদ দিন সেগুলো । ভাল থাকবেন সবাই । good luck guys.
আরেকটি বিশেষ কথা খেয়াল রাখবেন যেকোনো পরীক্ষার প্রস্তুতিতে সহজ বিষয়গুলোর দিকে বেশি নজর রাখবেন, বেশি uncommon বিষয়গুলো স্টাডি করতে গিয়ে common বিষয়গুলোতে খারাপ করার সম্ভাবনা বাড়ে । এটা যদি নাহয় তাহলে বলুন তো কেন একজন পরীক্ষার্থী খুব শক্তিশালী প্রস্তুতি নেয়ার পরও পরীক্ষায় সহজ প্রশ্নগুলো উত্তর করতে পারেনা ??? সহজ বিষয়গুলো আর সহজ প্রশ্নগুলো যেন সহজে উত্তর করে আসতে পারেন সেদিকে খেয়াল রাখুন । একটা দুইটা uncommon প্রশ্ন না পারলে কিচ্ছু হবেনা, বাদ দিন সেগুলো । ভাল থাকবেন সবাই । good luck guys.
0 comments: