কোনটা কোন কারক সহজেই চিনবেন যে কৌশলে
-
#কারক চেনার সহজ উপায় :_
১। কে? / কীসে + ক্রিয়া = কর্তৃকারক
* বাক্যের প্রধান কর্তা।
#ঘোড়ায়( কে?) গাড়ি টানে।
#পাখি (কীসে?) সব, করে রব।
.
২। কী? / কাকে? + ক্রিয়া = কর্মকারক।
* কর্তার কাজ বোঝাবে।
যেমন :
অর্থ #অনর্থ (কী?) ঘটায়?
#ডাক্তারকে ( কাকে?) ডাক।
.
৩। (কী / কীসের ) দ্বারা? + ক্রিয়া = করণ কারক।
* মাধ্যম বোঝাবে।
যেমন :
ছেলেরা #ফুটবল ( কী দ্বারা?) খেলছে।
#টাকায় ( কীসের দ্বারা?) বাঘেরদুধ মেলে।
.
৪। কাকে দান করা হল? = সম্প্রদান কারক।
* স্বত্ব ত্যাগ বোঝাবে।
.
যেমন :
#শীতার্তকে ( কাকে দান করা হল?
) বস্ত্র দাও।
#সৎপাত্রে ( কীসে দান?) কন্যা দান করিও।
.
৫। ( কী/কীসের /কোথা) থেকে? + ক্রিয়া = অপদান কারক।
* গৃহীত, উৎপন্ন, চলিত, পতিত ইত্যাদি বোঝাবে।
যেমন :
#স্কুল ( কীসের থেকে?) পালিয়ে পণ্ডিত হওয়া যায়না।
#সরিষা থেকে ( কী থেকে?) তেল হয়।
.
৬। কখন? /কোথায়? / কীভাবে?/ বিষয়ে? + ক্রিয়া = অধিকরণ কারক।
* স্থান, কাল,বিষয়, ভাব বোঝাবে।
.
যেমন :
#ভোরবেলা ( কখন? ) সূর্য উঠে।
সে #বাড়ী ( কোথায়? ) নাই?
Thanks to ফারহানা ইয়াসমিন
0 comments: