Tuesday, April 26, 2016

৩৮৪ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক পদে খুব দ্রুত নিয়োগ হচ্ছে


কিশোরগঞ্জ জেলার ৩৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে এই পদগুলো শূন্য থাকায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর উপজেলার ৩৪টি, কুলিয়ারচরে ১৮টি, অষ্টগ্রামে ৩৬টি, ভৈরবে ২৬টি, হোসেনপুরে ৩৭টি, করিমগঞ্জে ৩৪টি, কটিয়াদীতে ৩২টি, মিঠামইনে ২৪টি, নিকলীতে ১২টি, বাজিতপুরে ৩৪টি, পাকুন্দিয়ায় ৫৫টি, তাড়াইলে ২৭টি এবং ইটনায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ খালি। তা ছাড়াও ওই সমস্ত বিদ্যালয়ে ৭শ ৭৮টি সহকারী শিক্ষকের পদও দীর্ঘদিন যাবত্ শূন্য রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, গত তিন বছর যাবৎ শিক্ষক পদে নিয়োগদান এবং পদোন্নতি বন্ধ থাকায় এই সংকট সৃষ্টি হয়েছে। তা ছাড়া অবসর গ্রহণের কারণেও শূন্য পদের সংখ্যা বাড়ছে। তিনি এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান এবং অতিদ্রুত নিয়োগ দেওয়া হবে তিনি জানতে পেরেছেন শুধু তাই নয় নিয়োগের প্রারম্ভিক পর্যায়ের যাবতীয় কার্যক্রম প্রায় সম্পূর্ণ হয়েছে

0 comments: