Tuesday, April 19, 2016

এক লাইনে মুখস্থ করুন বঙ্কিমচন্দ্র‬ চট্টোপাধ্যায়ের ১৪টি উপন্যাসের নাম





মনে রাখার সহজ টেকনিক

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়____
‪#‎বঙ্কিমচন্দ্র‬ চট্টোপাধ্যায়ের ১৪টি উপন্যাস একটিমাত্র লাইনে সীমাবদ্ধ।

মনে রাখুন
(‎রাসীআন কবিরাই__কদম__দেবীর___চন্দ্রযুগ‬)
‪#‎রা‬-রাজসিংহ:ঐতিহাসিক উপন্যাস
‪#‎সী‬-সীতারাম:সর্বশেষ উপন্যাস
‪#‎আন‬-আনন্দমঠ:ঐতিহাসিক উপন্যাস।এতে দেশ প্রেম ফুটে উঠেছে।
‪#‎ক‬-কপালাকুণ্ডলা:বাংলা সাহিত্যে
প্রথম রোমান্টিক উপন্যাস।
‪#‎বি‬-বিষবৃক্ষ:সামাজিক উপন্যাস।
#রা-রাঁধারানী
‪#‎ই‬-ইন্দিরা
#ক-কৃষ্ণকান্তের উইল:সর্বশ্রেষ্ঠ
সামাজিক উপন্যাস হিসেবে বিবেচিত।
‪#‎দ‬-দুর্গেশনন্দিনী(১৮৬৫)প্রথম বাংলা উপন্যাস।
#‎ম‬-মৃণালিনী:এটি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ ও তুর্কি আক্রমণের ঐতিহাসিক পটভূমিতে রচিত।
‪#‎দেবী‬-দেবী চৌধুরানী।
‪#‎র‬-রজনী:বাংলা ভাষায় প্রথম মনস্তাত্ত্বিক বিশ্লেষণ মূলক উপন্যাস
(সামাজিক)।
‪#‎চন্দ্র‬-চন্দ্রশেখর।
‪#‎যুগ‬-যুগালাঙ্গুরীয়

[ছন্দ তৈরী করেছেন- জয়া বসু]
Zakir’s BCS specials

0 comments: