ATEO পরীক্ষা প্রস্তুতি নিয়ে লিখতে বলছেন অনেকেই।
তাঁদের জন্য
মূলত নন ক্যাডার পরীক্ষাগুলোর প্রিলি মিনারীগুলো একটু সহজই হয়্ । জব সল্যূশন থেকে বিসিএস প্রিলি ও বিভিন্ন ননক্যাডার চাকরির পরীক্ষাগুলো থেকে অধিকাংশ প্রশ্ন করা হয়।
মূলত নন ক্যাডার পরীক্ষাগুলোর প্রিলি মিনারীগুলো একটু সহজই হয়্ । জব সল্যূশন থেকে বিসিএস প্রিলি ও বিভিন্ন ননক্যাডার চাকরির পরীক্ষাগুলো থেকে অধিকাংশ প্রশ্ন করা হয়।
তবে যত সহজ প্রশ্ন, ততই কনফিউশন এবং ততই বাড়ে ভুলের সংখ্যা। এধরণের পরীক্ষা গুলোতে তাই বেশি ভুল করা যাবে না বা ভুল উত্তর বেশি দেওয়া যাবে না। সেজন্য সর্তক থাকুন।এই পরীক্ষাগুলোতে গণিত ও ইংরেজি ব্যবধান বাড়িয়ে দেয়। গণিতে অঙ্কগুলো সহজ কিন্তু সময়ের অভাবে সব করার সময় পাওয়া যায় না । তাই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্নগুলোর উত্তর দ্রুত দিয়ে গণিতের জন্য বেশি সময় বরাদ্দ রাখা প্রয়োাজন। সেটা এখনই নির্ধারণ করুন।
এই কয়দিন যা পড়া উচিত বলে আমি মনে করি
১। বিসিএস প্রিলি ও বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাগুলো প্রশ্ন সলভ করা
২। অঙ্ক দ্রুত করার জন্য সর্টকাট পদ্ধতিতে অঙ্ক অনুশীলন করা । ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-মিশ্রণ, ল,সাগু,গসাগু, মৌলিক সংখ্যা, নৌকার অঙ্ক, পাশফেলের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, কাজের অঙ্ক, পিপার অঙ্ক, ধারা, আয়তাকার/বর্গাকার /ত্রিভুজাকার ক্ষেত্রফল নির্ণ , খুটির উচ্চতা , বৃত্তের ক্ষেত্রফল,ব্যাসার্ধ, বীজগাণিতিক রাশি ও সূচক লগ এবং সাধারণ সূত্রাবলী এবং জ্যামিতির বেসিক কনসেপ্টস থেকে প্রশ্ন হয় বেশি । তাই দেখে রাখা ভালো।
১। বিসিএস প্রিলি ও বিভিন্ন নন ক্যাডার পরীক্ষাগুলো প্রশ্ন সলভ করা
২। অঙ্ক দ্রুত করার জন্য সর্টকাট পদ্ধতিতে অঙ্ক অনুশীলন করা । ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদকষা, অনুপাত-মিশ্রণ, ল,সাগু,গসাগু, মৌলিক সংখ্যা, নৌকার অঙ্ক, পাশফেলের অঙ্ক, ঐকিক নিয়মের অঙ্ক, কাজের অঙ্ক, পিপার অঙ্ক, ধারা, আয়তাকার/বর্গাকার /ত্রিভুজাকার ক্ষেত্রফল নির্ণ , খুটির উচ্চতা , বৃত্তের ক্ষেত্রফল,ব্যাসার্ধ, বীজগাণিতিক রাশি ও সূচক লগ এবং সাধারণ সূত্রাবলী এবং জ্যামিতির বেসিক কনসেপ্টস থেকে প্রশ্ন হয় বেশি । তাই দেখে রাখা ভালো।
৩। ইংরেজির গ্রামারের বেসিক কনসেপ্টগুলো যেমন: কারেকশন, রাইটফরম অব ভার্বস,ভয়েস , ন্যারেশনের রুলসগুলো একবার হলেও দেখা আর বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা প্রিপজিশন,ফ্রেস ইডিয়মস, এক কথায় প্রকাশ, বানান ও সাহিত্যকর্মগুলো দেখা।
.
অধিকাংশ প্রশ্ন জব সল্যুশন থেকে আসতে পারে।
.
অধিকাংশ প্রশ্ন জব সল্যুশন থেকে আসতে পারে।
পরীক্ষা দিয়ে বের হয়ে বলবেন ইস! আর একটু সময়ে পেলে ম্যাথগুলো সব দিতে পারতাম। েএই আফসোস যাতে না হয় সেদিকে নজর দিন। গণিত ও ইংরেজি ব্যবধান বেড়ে দিবে।
তাই গুরুত্বদিন।সব প্রশ্ন পারার দরকার নাই ৮০নম্বরকে টার্গেট করুন
তাই গুরুত্বদিন।সব প্রশ্ন পারার দরকার নাই ৮০নম্বরকে টার্গেট করুন
.
.সবশেষে একটা কথায় বলব, তা হল আমাদের জন্মের আগে বা পৃথিবীতে আসার েআগেই স্রষ্টা আমাদের রিজিকের ব্যবস্থা করে / নির্ধারণ করেই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা শুধু তাঁর লীলা খেলার কুশীলব মাত্র।তাই হতাশ না হয়ে আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া বাকিটা তিনি ব্যবস্থা করবেন।আল্লাহ সবার মঙ্গল করুন। আমীন।
.সবশেষে একটা কথায় বলব, তা হল আমাদের জন্মের আগে বা পৃথিবীতে আসার েআগেই স্রষ্টা আমাদের রিজিকের ব্যবস্থা করে / নির্ধারণ করেই আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা শুধু তাঁর লীলা খেলার কুশীলব মাত্র।তাই হতাশ না হয়ে আমাদের কাজ হলো চেষ্টা করে যাওয়া বাকিটা তিনি ব্যবস্থা করবেন।আল্লাহ সবার মঙ্গল করুন। আমীন।
Zakir’s BCS specials
0 comments: